বিজয় বার্তা ২৪ ডট কম
বিদ্যমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নিজস্ব তহবিল থেকে অসহায় মানুষদের ৩০০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপর সাড়ে তিনটা, জেলা প্রশাসন প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদের মধ্যে অসহায়, স্বামী পরিত্যাক্তা, বিধবা ও দুস্থ মানুষও ছিল। খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উপস্থিত থেকে বলেন লক ডাউন চলাকালে জেলা প্রশাসন তাদের ত্রান-সাহায্য চালিয়ে যাবে। এ সময় তিনি সমাজের বিত্তবান দের এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী সকলে আহবান করেছেন, আমরা তা পালন করছি। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিল উন্নতমানের চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী।