বিজয় বার্তা ২৪ ডট কম
পবিত্র ঈদুল ফিতরের পরে স্বাভাবিক রয়েছে পেঁয়াজ ও রসুনের দাম।
শুক্রবার রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারের বিভিন্ন দোকান ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।
কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ঈদের পর কিছুটা সরবরাহ সংকট রয়েছে। তবে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে।
বিক্রেতারা জানান, কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়। যা ঈদের আগে বিক্রি হয়েছে ৩৫ টাকা থেকে ৪০ টাকায়। আমদানি করা পেঁয়াজ পাইকারী কিনতে হচ্ছে ২৪ টাকায় এবং বিক্রি হচ্ছে ২৭ টাকায়। গত সপ্তাহেও প্রায় একই দামে বিক্রি হয়েছে।
এ ছাড়া বাজারে আমদানি করা প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ঈদের আগে প্রতি কেজি আমদানি করা রসুন বিক্রি হয়েছিল ১৫৫ থেকে ১৬০ টাকায়। তাই আমদানি করা রসুনের দাম বাড়েনি। আর প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩৫ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা থেকে ১৩০ টাকা। তাই দেশি রসুনের দাম কিছুটা বেড়েছে।