বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. দীপু মনি বলেছেন, আমদের সতর্ক থাকতে হবে। অনুপ্রবেশকারীরা কোনভাবেই আওয়ামীলীগে যাতে না ঢুকতে পারে। এই সদস্য সংগ্রহ কার্যক্রমে কোন স্বাধীনতা বিরোধী, নাশকতাকারী ও যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যরা দলে না প্রবেশ করতে পারে।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ ২ নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্য্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সেই সাথে যারা নারী নির্যাতনকারী ও অত্যাচারী তাদের প্রতিও সতর্ক থাকতে হবে। কারন এরাই দলের ভিতর অরাজগতা সৃষ্টি করে। পরে দলীয় কোন্দল বলে চালিয়ে দেয়। তারা কৌশলে আওয়ামীলীগকে ধ্বংস করতে চায়। তাই তারা কোনভাবেই যেন আওয়ামীলীগে প্রবেশ করতে না পারে।
তিনি আরো বলেন, এই আওয়ামীলীগ সরকার নারী বান্ধব সরকার। এই সরকার ব্যবসায়ী বান্ধব সরকার, জনবান্ধব সরকার ও উন্নয়ন বান্ধব সরকার। আর এই সরকারকে আগামী সংসদ নির্বাচনে জয়ী করতে হবে। তার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অনেকেই ঘরে বসে নেতা হতে চায়। ঘরে বসে বা পার্টি অফিসে নেতা হওয়া যায়না। তার জন্য কাজ করতে হবে। আপনার যখন চায়ের দোকানে বসবেন তখন
আ্ওয়ামীলীগের অর্জন সম্পর্কে জনগনকে বুঝাবেন। প্রতিটি নেতাকর্মীকে আওয়ামীলীগে উন্নয়নকে ঘরে ঘরে পৌছে দিতে হবে। আজ শেখ হাসিনার বাংলাদেশে প্রতিটি মানুষ ক্ষমতায়িত হয়েছে। আজকে যার যার ভোট নিজে বুঝ মত দেয়। আপনারা মানুষের কাছে যাবেন তাদের সাথে ভাল আচারণ করবেন এবং তাদের বুঝাবেন। আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি মানুষের কাছে গিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়ন চিত্র ভালভাবে তুলে ধরতে হবে।
বিএনপি-জামাত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জামাত এই দেশকে ধ্বংস করতে না ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশ করতে মাঠে নেমেছে। অতীতে তারা ক্ষমতায় আসতে নাশকতার নামে মানুষ পুরিয়ে হত্যা করেছে। বিএনপি এখনো যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধকারীদের সাথে নিয়ে পথ চলে। তারা এই সরকারের সকল উন্নয়নকে বাঁধা করছে। তাই আমাদের আওয়ামীলীগের নেতাকর্মীদের বিএনপি-জামাতের নাশকতার নামে মানুষ হত্যার চিত্র ও দেশ ধ্বংসের চিত্র সাধারণ মানুষের কাছে ফুটিয়ে তুলতে হবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দিপু মনি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঢাকা বিভাগ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নফেল আরো উপস্থিত ছিলেন নাসিক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-১আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক), নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কামাল, রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া, জেলা যুবলীগের সভাপতি আব্দুর কাদির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাজমুল আলম সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।