লায়লা আরজুমন শিউলী
বিজয় বার্তা ২৪ ডট কম
স্বাধীনতা তুমি কার?
তুমি শোষকের?
নাকি শোষিতের হাহাকার?
স্বাধীনতা তুমি
ক্ষমতাধরের অভিলাষ?
নাকি স্বাধীনতা জীর্ন কুটিরে
গরীবের বসবাস?
স্বাধীনতা সে কি টোকাইয়ের দল?
ফুটপাতে ফুটপাতে
অন্ন বিহীন, বস্ত্র বিহীন
ঘুমিয়ে থাকে যে রাতে?
নাকি স্বাধীনতা ধর্ষিতারই
বুক ফাটা চিৎকার?
বিবেকের কাছে হাজারো প্রশ্ন
রেখে যাই বারবার।
এই প্রশ্নের উত্তর খুজেঁ খুজেঁ
নিঃস্ব থেকে নিঃস্ব হয়েছি নিজে।
চারদিকে দেখি,বাধাঁ আর হাত বাধাঁ
স্বাধীনতা আর পরাধীন,আধা আধা