বিজয় বার্তা ২৪ ডট কম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুয়েনেনায়ের।
বুধবার দুপুর ১২টার দিকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আসেন। স্বররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তার কার্যালয়ে বৈঠক করেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জঙ্গি ও সন্ত্রাসী হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে নেদারল্যান্ডস রাষ্ট্রদূত এ ধরণের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় সার্বিক সহযোগিতার কথাও জানান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের নির্দেশনা তুলে ধরে বলেন, নিরাপত্তা নিয়ে দেশি-বিদেশি কারো শঙ্কিত হওয়ার কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে। সবার সহযোগিতায় বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে।
এর আগে বেলা ১১টার দিকে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুয়েনেনায়ের।