বিজয় বার্তা ২৪ ডটকম
স্বরলিপি মিউজিক এন্ড ফাইন আর্ট স্কুলের শুভ জম্মদিন ও ১ যুগ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্বরলিপি শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক সংন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বরলিপি মিউজিক এন্ড ফাইন আর্ট স্কুলের পরিচালনাকারী বিপ্লব শ্রাভণ বলেন , ২০০৪ সালে স্বরলিপি মিউজিক এন্ড ফাইন আর্ট স্কুলের প্রতিষ্ঠা করেন শিমুল দ্বীপ বিজন । ইতিমধ্যে শিশুদের নিয়ে তিনবার চিত্র প্রদর্শণী আয়োজন করেছি। গত বছর ছাতার উপর অনুষ্ঠিত অংকিত শিশুকর্ম সবার দৃষ্টি আকর্শন করে । তিনি আরো বলে , আমরা আগামী দিনের ভবিষ্যত ছেলেমেয়েদের সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে জাতিয় ও আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন সহ বিভিন্ন কর্মকান্ডের সাথে সংপৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য । ইতিমধ্যে আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রী জাতিয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম হয়েছে ।
এ সময়ে স্বরলিপি মিউজিক এন্ড ফাইন আর্ট স্কুলের শুভ জম্মদিন ও ১ যুগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বরলিপি শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঞ্জনকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।