বিজয় বার্তা ডট কম
টিভির পর্দায় ছোটবেলা থেকে ফ্যাশন শো দেখে মডেলিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার আগ্রহ জাগে তরুন মডেল আদর সাহার। রাজবাড়ি জেলার রামদিয়া গ্রামে তার জন্ম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ পড়ছেন তিনি। ২০১৫ সালে মিডিয়া অঙ্গনে পদার্পন করেন মডেল আদর। ইতিমধ্যেই তিনি রঙ বাংলাদেশ, শ্রীময়ী, বিহঙ্গ, অপাস নামে বেশ কয়েকটি ফ্যাশন হাউজে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বিউটি বোর্ড নামে একটি নাটকে অভিনয়ও করেছেন।
মিডিয়া সম্পর্কে তার অভিমত, আজকের এই প্রতিযোগীতার বাজারে নিজেকে সঠিকভাবে তৈরি করেই মিডিয়াতে প্রতিস্থাপন হওয়া যথেষ্ট বাঞ্চনীয়। বাংলাদেশের প্রতিষ্ঠিত মডেল আসিফ আজিম তার আদর্শ। যাকে দেখেই তার হওয়ার সখ। তার ভবিষ্যৎ পরিকল্পনা মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ভাল কাজ করে মিডিয়াতে এগিয়ে চলা।