বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ১৭ই মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেল ৪ টার দিকে শহরের ২ নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের নব নির্বাচিত সদস্য ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের নব নির্বাচিত সদস্য ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রোকনউদ্দিন আহমেদ, কমান্ডার গোপিনাথ দাস, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, সদস্য শিখন সরকার শিপন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ সহ অনেকেই ।
সভায় বক্তারা বলেন, চন্দনশীল ও দিপুকে জাতায় পরিষদে সদস্য নির্বাচিত করায় আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ। তিনি আমাদের নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে মূল্যায়িত করেছে। নারায়ণগঞ্জের আওয়ামীলীগ সব সময় ঐক্যবদ্ধ ছিল এবং আগামীতেও থাকবে। কিছু খারাপ লোক আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আমাদের মাঝে কোন্দল সৃষ্টি করতে চেয়েছিল তাদের এই অপচেষ্ঠা কোন দিনও সফল হবে না।
তারা আরো বলেন, আমরা নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ঐক্য বদ্ধ হয়ে শেখ হাসিনার জয় ছিনিয়ে আনবো। আগামী ১৭ মে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি খুব ঝাকজমকভাবে পালন করবো। এই দিন জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অংগসংগঠন ঐক্যবদ্ধ হয়ে
একটি বিশাল অনুষ্ঠান উপহার দিবো।
এসময় চন্দন শীল ও আনিসুর রহমান দিপু বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।