বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে স্ত্রী’র দায়েরকৃত মামলায় যৌতুকলোভী স্বামী রাশেদুল ইসলাম ওরফে রাশু মোল্লা(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত রাশেদুল ইসলাম ওরফে রাশু মোল্লা রূপালী আবাসিক এলাকার আবদুল আলীর বাড়ির ভাড়াটিয়া কাশেম মোল্লার ছেলে। তথ্যসূত্রে জানা যায়,রাশু মোল্লার সঙ্গে রাজধানীর শনির আখড়া এলাকার ডাঃ ডালিয়া জাহানের বাড়ি ভাড়াটিয়া হাজী মোঃ গিয়াসউদ্দিন সুুবর্ণা আক্তারকে ২০০৬সালে প্রেম করে বিয়ে করে। এরই মধ্যে তাদের সংসারে একটি কণ্যা সন্তান জন্ম নেয়। যার নাম রাত্রি বতর্তমান বয়স(৬)। তারপরও রাশুর মন গলেনি সে সুবর্ণাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করে। দাবিকৃত যৌতুক না পেয়ে রাশু সুবর্ণাকে বেদম প্রহার করে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে ডিভোর্স দেয়। এর ৪ মাস পর রাশু ফের সুবর্ণার বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে পূণরায় বিয়ে করে। বিয়ের দু’মাস না যেতেই তৃতীয় দফা তাকে ২লাখ টাকা যৌতুকের জন্য হত্যার চেষ্টায় অমানুষিক নির্যাতন করে পালিয়ে গিয়ে অন্যত্র বিয়ে করে। দীর্ঘ দিন ভরন পোষণ ও খোরপোষের টাকা না দেয়ায় উপায়ন্ত না পেয়ে নিরীহ সুবর্ণা আদালতে একটি যৌতুকের মামলা করলে আদালত যৌতুকলোভী স্বামী রাশু মোল্লার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। প্রায় ৪মাস পালিয়ে বেড়ানোর পর পুলিশ বুধবার রাতে ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতারে সক্ষম হয়।