বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকের টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। নিহত স্ত্রীর নাম মাধবী আক্তার (২৩) ও স্বামী মিজানুর রহমান। শনিবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই সবজেল হোসেন জানান, মিজানুর রহমান পূর্বগ্রাম এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে। চার বছর আগে রাজধানীর ডেমরা এলাকার মজিবুর রহমানের মেয়ে মাধবী আক্তারকে বিয়ে করে মিজানুর রহমান। বিয়ের পর তাদের সংসারে মালিহা নামে এক কন্যাসন্তানের জন্ম হয়। মিজানুর রহমান দিনমজুরি করে।
বিয়ের পর থেকেই মিজানুর রহমান বিভিন্ন ধরনের মাদক সেবন করত। মাদকের টাকার জন্য স্ত্রী মাধবীকে মারধরও করত। আজ সন্ধ্যায় মাদক কেনার টাকা দাবি করে মাধবীর কাছে। টাকা দেওয়া হবে না বলা হলে একপর্যায়ে মাধবীকে গলা টিপে হত্যা করে। পরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিজন। এ বিষয়ে উভয় পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান এসআই সবজেল হোসেন ।