বিজয় বার্তা ডট কম
বন্দর উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণী ছাত্রী (৮)কে ধর্ষনের ঘটনায় স্থানীয় এলাকাবাসী লম্পট মালেক (৩৫)কে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। গতকাল বুধবার বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগরস্থ হান্নান মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতা স্কুল ছাত্রীর পিতা সেলিম পাগলা বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। লম্পট ধর্ষক মালেক কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার জাফর এলাকার মৃত সমা গাজী মিয়ার ছেলে বলে থানা সূত্রে জানা গেছে। এজাহার ও ধর্ষিতা স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার শান্তিনগর এলাকার সেলিম পাগলার মেয়ে (৮) উক্ত স্কুলে লেখাপড়া করে আসচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে সেলিম পাগলার মেয়ে ও একই এলাকার অপর স্কুল ছাত্রী আমেনা (৯) মিলে স্কুলে যাওয়ার পথে লম্পট মালেক মিয়া স্কুল ছাত্রীকে রাস্তা গতিরোধ করে মুখ চেপে ধরে তার ভাড়াটিয়া ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরে ধর্ষিতা স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে পরে তার পরিবার বিষয়টি স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধর্ষনের ঘটনার ৩ ঘন্টা মধ্যে মদনগঞ্জ বটতলা এলাকা থেকে লম্পট ধর্ষক মালেককে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত লম্পট মালেক বন্দর থানা হাজতে আটক আছে বলে থানা সূত্রে জানা গেছে।