বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিপারেটরি স্কুলের নাম কালেক্টরেট শব্দ জুরে পরিবর্তন করার প্রতিবাদে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহষ্পতিবার দুপুরে (২২ ডিসেম্বর) শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এই হুশিয়ারী প্রদান করেন।
তিনি আরো বলেন, আমি প্রশাসনের কাছে এটাই শুধু দাবি জানাবো। এই কাজগুলো ওনি আমাদের সাথে নিয়ে করুক। যদি ওনি না শুনে, না করে। আমাদের বর্তমান ডিসি মঞ্জরুল হাফিজের প্রতি আমাদের বিশ্বাস ওনি এই সমস্যাগুলো টেবিল টকের মাধ্যমে ওনি সমাধান করতে পারবেন। যদি ওনি সমাধান করে দেন তাহলে ওনাকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। আর যদি ওনি এগুলো করতে না চান। তাহলে অবশ্যই আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর মহোদয়ের কাছে এই বিষয়গুলো জানাবো। আমাদের যা যা করনীয় সেই কাজটা আমরা করবো। যদি আমাদের প্রয়োজন হয়। অথবা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলবো। আপাতত আমরা বর্তমান ডিসিকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে কথা বলে এটা কেন করা যাবে না? আবার কেন ওনি করলেন? সেই বিষয়টি আমাদের জানান। যদি ওনি না শুনে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষনা করবো।
আইভী বলেন, আমরা কিন্তু স্পষ্টভাবে বলেছি আমাদের দাবিগুলো কি। প্রথমত আমাদের না জানিয়ে কালেক্টরেট শব্দটি ব্যবহার করে আমাদেরকে আঘাত ও অসম্মানিত করা হয়েছে। একটি ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এটা নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নামেই থাকবে। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। যেন এই নামটি ডিসি চেঞ্জ না করেন কালেক্টরেট শব্দটি ওনি ব্যবহার না করেন।
তিনি আরো বলেন, যেখানে বাংলাদেশ সরকার কোন স্কুলের সাথে কালেক্টরেট শব্দটি ব্যবহার করছে না। সেখানে কেন ওনি (ডিসি) নারায়ণগঞ্জ প্রিপারেটর স্কুলের সাথে কলেক্টরেট শব্দটি জুরে দিবেন। ওনি যদি চান আরেকটি স্কুল করে কালেক্টরেট স্কুল করুক। আমাদের ২য় দাবি হলো এই স্কুলে ডিসি রাব্বী ভবন যেটা করা হয়েছে সেটা ডিসি সাহেবের টাকায় করা হয়নি। এটা স্কুলের টাকার করা হয়েছে। যেটা এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা আয়েশা জালাল তিল তিল করে টাকা জমিয়ে এটা করেছিলেন। যার হাত ধরে নারায়ণগঞ্জের হাজার শিশুরা বড় হয়েছি। আমরা বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত। আমরা সেই শ্রদ্ধেয় শিক্ষিকার নামে এই ভবনটি করা হবে সেই দাবি জানাচ্ছি।
মানববন্ধনে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দাবি করেন, নারায়ণগঞ্জে সরকারীভাবে কালেক্টরেট স্কুল থাকার পরেও কেন নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের নামের সাথে কালেক্টরেট শব্দটি যুক্ত করা হলো। বর্তমান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের সাথে কোন আলোচনা না করেই স্কুলের সাথে কালেক্টরেট শব্দটি যুক্ত করে দিয়েছেন। এটা কোনভাবেই মেনে নেওয়া যায়না। স্কুলের সাথে কালেক্টরেট শব্দটি পরিবর্তন করার জোর দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানবন্ধনে এসময় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।