বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগীতায় অংশ নিয়ে স্কুলের গন্ডি না পেরুতেই লাখোপতি হলো ৩ শিক্ষার্থী। প্রতিযোগীতায় অংশ নেওয়া তিনজন বিজয়ীর মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অধিকারীকে ৫ লাখ, ৩লাখ ও ২লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় শোক দিবস ও ১৫ই আগষ্ট উপলক্ষ্যে ‘একজন শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে উঠা’ শীর্ষক রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল।
শনিবার ৫ নভেম্বর বিকেল ৫টায় নারায়ণগঞ্জ ক্লাবের গ্রীণলন গ্রাউন্ডে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কারের মোট ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও জাতীয় পর্যায়ে শ্যূটিংয়ে স্বর্ণ ও রোপ্য পদক অর্জনকারী ৬জন প্রতিভাবান এবং বির্তক প্রতিযোগীয় অংশ নেওয়া নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩জন শিক্ষার্থী সহ মোট নয়জনকে ৯টি ল্যাপটপ প্রদান করা হয়েছে।
রচনা প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার পেয়ে ৫ লাখ টাকা জিতেছেন ফতুল্লার আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী আয়েশা আক্তার, দ্বিতীয় হয়ে ৩ লাখ টাকা পুরস্কার জিতেছেন শহরের আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এর ১০ শ্রেনীর শিক্ষার্থী আব্দুর রহমান, তৃতীয় হয়ে ২ লাখ টাকা পুরস্কার জিতেছেন মর্গ্যাণ গার্লস স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর শিক্ষার্থী তাজরিয়া খান।
ল্যাপটপ প্রাপ্তরা হলেন, শ্যূটার আরফিন আশা, সুরাইয়া আক্তার, শারমিন আক্তার, শারমিন শিল্পা মাহমুদুল হাসান, রিসালাতুল ইসলাম। নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আনজিমা কবির নাজিক, নুহে ইরাম লাসিয়া, সুমাইয়া সরকার সিনথি।
পুরস্কারের ১০ লাখ টাকা ও ৯টি ল্যাপটপ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহিবল থেকে প্রদান করা হয়। প্রসঙ্গত, ইতোপূর্বে সংসদ সদস্য সেলিম ওসমানের পৃষ্ঠপোষকতা এবং জেলা প্রশাসনের উদ্যোগো আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘ মহান ভাষা আন্দোলন ও নারায়ণগঞ্জের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগীতায় অংশ নেওয়া ৩জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা প্রদান করে ছিলেন এমপি সেলিম ওসমান।
প্রতিযোগীদের জমাকৃত রচনা পর্যবেক্ষন করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.শাহনেওয়াজ চৌধুরী, সরকারী তোলারাম কলেজের সহযোগী অধ্যাপক ড. নাজনীন ফাতেমা ও রওনক জাহান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমরুল হাসান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রচনা প্রতিযোগীতার বিজয়ীদের উদ্দেশ্যে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, তোমরা যারা বিজয়ী হয়েছো তোমাদের কাছে আমার অনেক চাওয়া রয়েছে। তোমরা যারা আজকে টাকা পেয়েছ তারা একটি টাকাও অপচয় করবে না। তোমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। তোমরা আজকে থেকেই তোমাদের আশেপাশে থাকা দরিদ্র শিশুদের সহযোগীতা করা শুরু করবে। তোমরা তাদেরকে ঘৃণা করবে না। তাদেরকে একটু সহযোগীতা করবে। তোমাদের শিক্ষার জ্ঞান তাদের মাঝে ছড়িয়ে দিবে। তোমাদের পুরান হয়ে যাওয়া বই গুলো বিক্রি না করে তাদেরকে দিলে তারা পড়ালেখার সুযোগ পাবে। তোমাদের পুরনো স্কুল ড্রেস ফেলে না দিয়ে তাদেরকে দিয়ে দিলে তারা স্কুলে যেতে পারবে। আজকে তোমরা স্কুল শিক্ষার্থী আগামী দিনে তোমরাই বাংলাদেশ গড়ার কারিগর হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।
সেলিম ওসমান তার বক্তব্যে বিজয় দিবস ১৬ ডিসেম্বর এবং ২০০৯-২০১৪ সালে গঠিত বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং সরকারের কাছে নারায়ণগঞ্জের প্রত্যাশা’ শীর্ষক দুটি রচনা প্রতিযোগীতার ঘোষণা দেন। এ ব্যাপারে জেলা প্রশাসনকে প্রয়োজন উদ্যোগ গ্রহণের অনুরোধ করেন তিনি।
জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা পুলিশ সুপার মঈনুল হক। মূখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, সদর উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমি কর্মকর্তা নাহিদা বারী।