বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের নবীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের অর্থায়নে নতুন প্রশাসনিক ভবন র্নিমান কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তথা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির মৃধা নতুন প্রশাসনিক ভবনের র্নিমান কাজের উদ্ধোধন করেন। হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রশাসনিক ভবন র্নিমান কাজের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান ও সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আলহাজ্ব হাবিব উদ্দিন আহাম্মেদ, মোঃ তোবারক হোসেন,আলহাজ্ব আমির হোসেন ভুলু, মোঃ শাহিন আহাম্মেদ,মোঃ মহিউদ্দিন,শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল আউয়াল খোকন,হোসনে আরা বেগম, মনির হোসেন খান ও কদমরসুল শিশুবাগ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য জবলুল আহাম্মেদসহ অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোজাহার উদ্দিন (টুক্ক)ু, যুবলীগ নেতা হাজী জাকির হোসেন,আমানউল্ল্যাহ আমান সরদার,আলহাজ্ব আলী আজগর সরদার,সমাজ সেবক নুরু মাষ্টার,মালেক ভান্ডারী ও আশিক আহম্মেদ ও ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম প্রমুখ। ভবন র্নিমান অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র স্কুলের শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল হালিম মাষ্টার। প্রশাসনিক ভবন র্নিমান কাজের উদ্ধোধনকালে আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির মৃধা বলেন,বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি সর্বপ্রথম স্কুল কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভির হস্তক্ষেপ কামনা করছি। তাদের সহযোগিতায় আমাদের স্কুল অনেক উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি। এমপি সেলিম ওসমান সরকারের ২০২১ ভিশন সফল করার জন্য বন্দরে ব্যাপক কাজ করছে। তার নিজস্ব অর্থায়নে বন্দরে একাধিক স্কুল হয়েছে। নিজেরা ইচ্ছা করলে অনেক কিছু করা যায় সেটা এমপি সেলিম ওসমান আমাদেরকে শিখিয়েছেন। এখন আমরা নিজস্ব অর্থায়নে নিজেদের প্রশাসনিক নতুন ভবন র্নিমান কাজ শুরু করেছি। সিটি কর্পোরেশনের নির্ধারিত ট্যাক্স শিক্ষা প্রতিষ্ঠানের উপর হতে প্রত্যাহার করার জন্য জনপ্রতিনিধিদের কাছে উথ্যাপন করেন মেয়র সেলিনা হায়াত আইভির দৃষ্টি আকর্ষন করার জন্য। বিদ্যালয় উন্নয়নের জন্য আমরা সকলের সহযোগিতা চাই। পরিশেষে বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ ১শ’ বস্তা সিমেন্ট,সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অংকন ৫০ বস্তা সিমেন্ট ও ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম ৫০ বস্তা সিমেন্ট প্রদানের ঘোষণা দেন।