খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক স্টুয়ার্ট ল মনে করেন তার দল সঠিক গতিতেই এগিয়ে যাচ্ছে। বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য নিয়ে আশাবাদী জাতীয় দলের প্রাক্তন এ কোচ। বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া দাপুটে জয় বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ল।
গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনায়েসে জয় পাওয়া বাংলাদেশের সামনে স্কটল্যান্ড ও নামিবিয়া দাঁড়াতেই পারবে না তা অনুমান করা যায়। স্বাভাবিকভাবে অনেকটা নির্ভার হয়ে খেলবে বাংলাদেশ। কিন্তু স্টুয়ার্ট ল মনে করছেন দুই প্রতিপক্ষকে কোনো ভাবেই ছোট করে দেখছে না বাংলাদেশ।
এ প্রসঙ্গে ল বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয় আমাদেরকে পরবর্তীতে ভালো করতে উৎসাহিত করবে। আমাদের এ উন্নতি ধরে রাখতে হবে পরবর্তী ম্যাচগুলোতেও। গ্রুপে আমাদের অন্যান্য প্রতিপক্ষকে আমরা ছোট করে দেখছি না। তারা যে সম্মানের প্রাপ্য আমাদেরকে তা অবশ্যই দিতে হবে। আমরা যদি ভালো প্রস্তুতি নেই, ভালো ক্রিকেট খেলি তাহলে গ্রুপের শীর্ষ দল হিসেবে সুপার লিগ খেলতে পারব।’
প্রথম ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নাজমুল হোসেন শান্ত। তার ইনিংসটি নিয়ে স্টুয়ার্ট ল বলেন, ‘সে (শান্ত) যেটা করেছে সেটা তার কাজ। তাকে তার মতো ব্যাটিং করে যেতে বলা হয়েছে। কমফোর্ট জোনে আসতে সে কিছু সময় নেয়। এরপর সে তার নিজের মত করেই বোলারদের মোকাবেলা করে। সে খুব সুন্দর শট উইকেটের চারপাশে খেলতে পারে।’