বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিকআপ ভ্যান থেকে নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে। এসময় মাদক কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।
বুধবার (১মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাও থানা ওসি মাহবুব আলম।
এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী জেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন (৪১) ও কুমিল্লার জেলার চৌদ্দগ্রামের বাসিন্দ নাজমুল হুদা শুভ (২৭)।
ওসি মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় চট্রগ্রাম থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশী করা হয়। এক পর্যায় গাড়িটির ভিতর থেকে ৯ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সাথে দুই মাদক ব্যসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছেে।