বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়াগতির ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। শনিবার সকাল সাড়ে ছয়টার উপজেলার নয়াবড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন ও ফারুক হোসেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার গোপালপুর ইউনিয়নের সরকারবাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পণ্যবাহী একটি ট্রাক মহাসড়কে উল্টোপথে মদনপুরের দিকে যাচ্ছিল। নয়াবড়ি এলাকায় ওই ট্রাক ও ঢাকাগামী যাত্রীবাহি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে রাস্তায় উল্টে গেলে হুমায়ুন নামে রোগীর সঙ্গে আসা একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ফারুক হোসেন নামে আরো একজনের মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত হন তিনজন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।