বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চারদিন পর মো. বাদল শেখ নামে এক ড্রেজার শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত বাদল শেখ বরিশালের বানারীপাড়ার বিশার কান্দি এলাকার বারেক শেখের ছেলে। তিনি সোনারগাঁয়ে একটি কোম্পানির ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করতেন।
মৃত বাদলের ভাই রবিউল জানান, বাদলের সঙ্গে তার শনিবার রাত ৯টার দিকে শেষ কথা হয়। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, সকালে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।