বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে খোরশেদ আলম (৩৮) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
পুলিশ ও এলাকাবাসীরা যায়, সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের জাফর আলীর ছেলে সুলতান আহম্মেদের সঙ্গে ফজর আলীর ছেলে ডেকোরেটরের ব্যবসায়ী খোরশেদ আলমের সঙ্গে দীর্ঘ ২০ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিরোধকৃত জমির পাশে খোরশেদ আলমকে একা পেয়ে সুলতান আহম্মেদের নেতৃত্বে তার ছেলে সিফাত, ফাহাদ, তার ভাই কবির হোসেন সহ ৮/১০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে এসে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষনা করে।
নিহতের কাকা সিরাজুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সুলতান মিয়া ও তার লোকজন ভাড়াটে সন্ত্রাসী এনে পূর্ব পরিকল্পিতভাবে তার ভাতিজাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের মামাতো ভাই বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন জানান, সুলতান, তার দুই ছেলে ও ভাড়াটে সন্ত্রাসীরা জমি সংক্রান্ত বিরোধে আমার মামাতো ভাই কুপিয়ে হত্যা করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, জমি নিয়ে বিরোধে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।