বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে ১৫’শ বোতল ফেনসিডিল সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রাতে থানাধীন উত্তমদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ জসিম উদ্দিন (৫০), পিতা- মৃত কমর আলী, মাতা- তাহারুন্নেছা, সাং- উত্তমদি, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সাঈদ (৩০), পিতা- মৃত মোখলেছ উদ্দিন, মাতা- হাসনা বেগম, সাং- উত্তমদি (মোখলেছ উদ্দিনের বাড়ী), থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মনছুর আহমদ (৫২), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- আমেলা বেগম, সাং- ছোট শিলমান্দি, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ মেরাজ (৩৪), পিতা- মোঃ রিয়াজুল ইসলাম, মাতা- ফজিলত বেগম, সাং- হাবিবপুর, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিপুল পরিমান মাদকদ্রব্য (ফেনসিডিল) নারায়ণগঞ্জে নিয়ে আসে এবং দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও স্থানীয়দের কাছে জানা যায় তারা অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ব্যবসার সক্রিয় সদস্য। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।