বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
এরা হলেন- সোহেল মিয়া (২১), ছোটন মিয়া (২৬), জাকির হোসেন (২৫), হান্নান মিয়া (২১), সোহাগ মিয়া (২৪) ও ইউসুফ মিয়া (২২)।
সোমবার সকালে উপজেলা পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় থেকে ৪৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
র্যাব-১১ (র্যাব) এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর এলাকায় সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছে মাদক বিক্রয়ের নগদ সাত হাজার ৪৫ টাকা, পাঁচটি মোবাইল, ছয়টি সিম পাওয়া গেছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।