বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দু’দিন পর জাহিদুল আলম মেহেদী নামে এক তরুণের মরদেহ উদ্ধার। সকালে উপজেলার ভাটিবন্দর এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে গাইবান্ধা জেলার কুনারপাড়া গ্রামের শহিদুল ইসলামর ছেলে ও মজলিস বাড়ি গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দুইদিন আগে বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। আজ সকালে মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কাছে পরিবারের হস্তান্তর করে।