বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার তালতলা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইকবাল হোসেন জানান, সকালে সড়কের পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর লাশ এখানে ফেলে যায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।