বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে চাইনিজ নাগরিককে ডাকাতির ঘটনা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছুরি ও পঞ্চাশ ডলার ও ১৩৪০ নগদ টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগায়ের ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক (৩২), মো. রবিন (২৬), মো. ইমরান (২২), আলী আক্কাস (২০) ও লেহাজ উদ্দিন (৫২)।
এদের মধ্যে চাপাতি ফারুক ও রবিন বিজ্ঞ আদালতে ডাকাতির দায় স্বীকার করেন স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২০ জানুয়ারী সন্ধ্যায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ১০/১২ জনের একটি দল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরে এনইপিসি-৩ পাওয়ার কোম্পানীর ইয়ার্ডে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।
এসময় কর্তব্যরত সিকিউরিটি গার্ড এর হাত-পা বেধে প্রতিষ্ঠানের ভিতরে থাকা শ্রমিকদের একটি কক্ষে নিয়ে আটক করে ডাকাত দল। পরে প্রতিষ্ঠানের কর্মরত সুপার ভাইজার চাইনিজ নাগরিক লিউ যাইকিংকে ও ড্রাইভার তরিকুলকে হাত-পা বেধে মারধর করে ও কুপিয়ে রক্তাত্ব জখম করেন। এসময় ডাকাত দল তাদের কাছ থেকে চাইনিজ মুদ্রা ইউএস ডলার সহ সর্বমোট ১১ লাখ ৭৪ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২১ জানুয়ারী সোনারগাও থানায় একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরো জানান, পুলিশ সংবাদ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারী সোনারগাঁয়ের পিরোজপুর এলাকা থেকে ডাকাত ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক ও রবিকে গ্রেপ্তার কওে আদালতে পাঠানো হয়। তারা আদালতে ডাকাতির ঘটনার সাথে নিজেদের সহ মোট ১২ জনকে জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
পরে গত ২৪ জানুয়ারী সোনারগাঁয়ে ও আশপাশের এলাকা থেকে ডাকাত ইমরান, আলী আক্কাস ও লেহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে এ ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য ডাকাতদেও গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।