বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে ঘুমন্ত গৃহবধুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।
রোববার (৭আগস্ট) দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীর স্বামী সামসুল হক বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে রোববার সকালে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন মো. আমজাদ হোসেন, মো. বায়েজিদ, মোশারফ ও মো. খালেক মিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনার প্রধান আসামি আমজাদ হোসেনকে রোববার বিকেলে পুলিশ গ্রেপ্তার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভ‚ক্তভোগী গৃহবধুর স্বামী রূপগঞ্জের গাউছিয়া এনডেট কোম্পানীতে তাতের কাজ করে। গত ৬ আগস্ট রাত্রীকালীন ডিউটি করার উদ্দেশ্যে সে গাউছিয়া চলে যায়। সে কাজ শেষ করে রাতে ফিরে আসবে মনে করে তার স্ত্রী রুমের দরজা খোলা রেখে তার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত ১.৪৫ টার দিকে অভিযুক্ত আমজাদ ঘরের ভেতর ঢুকে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণেরর চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তার স্ত্রী ডাক চিৎকার করলে পাশের রুম থেকে তার মা দরজা ধাক্কাতে থাকে। এক পর্যায়ে অভিযুক্ত আমজাদ তার স্ত্রীকে ছেড়ে দিয়ে রুমের দরজা খুলে গৃহবধুর শাশুড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় শাশুড়ি আমজাদকে দেখে চিনতে পারে। এ বিষয়ে তার স্ত্রী থেকে বিস্তারিত শুনে এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে শালিস দাবি করেন। স্থানীয়রা সালিস না করায় দীর্ঘদিন পর সোনারগাঁ থানায় গতকাল রোববার সকালে অভিযোগ দায়ের করেন। জানায়।
গৃহবধুর স্বামী সামসুল হক বলেন, গ্রাম্য সালিসকারীরা কাছে বিচারের আশ্বাস দিলেও তার বিচার না করে আমজাদের পক্ষ নিয়ে সহযোগীতা করে আসছিল। অভিযুক্তরা তাকে ও তার স্ত্রীকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণচেষ্টার বিষয়ে সহযোগীতা করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গৃহবধুকে ধর্ষণ চেষ্টায় প্রধান আসামী গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।