বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর প্রধান বাবুসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ৫ টি চাকু, ১ টি টেটা ও ১ টি ফলা উদ্ধার করা হয়। বিষয়টি বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ বাবু মিয়া (২২) নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার কাঁচপুর এলাকার মোঃ রহিমের ছেলে, মোঃ শাহজালাল শাহা (২২), একই উপজেলার মোঃ জামানের ছেলে মোঃ রাসেল (২৪) একই এলাকার মৃত কেনু মিয়ার ছেলে, মোঃ মোখলেছুর রহমান মোক্কা (২৮), রুপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ শান্ত আহমেদ রানা (১৯), সোনারগাও উপজেলার কাঁচপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে, মোঃ মুমিন (২৫) বন্দর উপজেলার মোঃ দুদু মিয়ার ছেলে ও মোঃ জুম্মন (১৯) সোনারগাও উপজেলার মোগড়াপাড়া বাস্ট্যান্ড এলাকার মোঃ রবি মিয়ার ছেলে।
র্যাব-১১ এর এই কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানান, বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ৫ টি চাকু, ১ টি টেটা ও ১ টি ফলা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য সোনারগাঁও থানাধীন কাঁচপুর সাকিনস্থ কাঁচপুর ব্রীজের পূর্ব পার্শ্বে চাকু, টেটা, ফলা সহ একত্রিত হয়েছিল।
তিনি আরো জানান, তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সোনারগাঁও ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে কিশোর গ্যাং এর সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।