বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী নাবালিকা তরুণীকে জোরপূর্বক ধর্ষণের মামলার আসামী হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মোঃ ইশতিয়াক হোসাইন।
এর আগে রাতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হাবিবুর রহমান হাবু (৪২) নারায়ণগঞ্জের সোনারগাওয়ের জামপুর এলাকার আতশ আলীর ছেলে।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার ইশতিয়াক মামলার সূত্রে জানায়, ভিকটিম একজন প্রতিবন্ধী নাবালিকা তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করতে পারে। প্রতিদিনের মত গত ২২ ফেব্রুয়ারী দুপুর ১টার সময়ে ভিকটিম তার পেচাইন গ্রামের নিজ বাড়ী থেকে রাউৎগাও যাওয়ার পথে আসামী হাবিবুর রহমান হাবুর বাড়ীর সামনে পৌছালে আসামী ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়ে দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমকে ধর্ষণের বিষয়ে কাউকে কিছু না বলতে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসামী হাবিবুর রহমান হাবু ছেড়ে দেয়। এরই ধারাবাহিকতায় ভিকটিমের মা বাদী হয়ে আসামী হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পরে র্যাব-১১ ও র্যাব-৬ যৌথ অভিযানে আসামী হাবিবুর রহমান হাবুকে (৪২) গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।