বিজয় বার্তা ২৪ ডট কম
না’গঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে সোনারগাঁও উপজেলার আওতাভূক্ত ১৭টি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যদের অংশগ্রহণে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নস্থ নানাখীতে প্রতিষ্ঠিত ব্যরিস্টার রাবিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে ৫ম জাতীয় জ্বালানী ও বিদ্যুৎ ক্যাম্প সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও অপচয় রোধে নিজেরা কাজ করা এবং অন্যকে সচেতনতা করার উদ্দেশ্যকে সামনে রেখে উক্ত ক্যাম্প পরিচালিত হয়। এতে উপজেলার স্কাউট প্রশিক্ষকরা উক্ত অংশগ্রহনকারীদের প্রশিক্ষণ দেন। গত ২০ তারিখে শুরু হয়ে ৪ দিন ব্যাপী উক্ত ক্যাম্প ২৩ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ‘মহা তাবু জ্বলসা’ নামে সাংস্কৃতিক সন্ধ্যায় ও সমাপনী অনুষ্ঠানের সভাপতি ড. ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া উপস্থিতদের উদ্দেশ্যে বলেন ‘সুনাগরিকের গুণাবলী অর্জনে স্কাউটের গুরুত্ব অপরিসীম। স্কাউট যারা করে তারা আগামী দিনে দেশের সুনাগরিক ও যোগ্য ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠে। তারা সবার চেয়ে আলাদা ও সবার চেয়ে শৃঙ্খল হয়ে থাকে। রাস্তায় একটা অসহায় লোক সহায়তা চাইলে বা বিপদে পড়লে অন্যরা উপকারে এগিয়ে আসতে চায়না। কিন্তু এ ধরনের পরিস্থিতিতে স্কাউটের সদস্যরা এগিয়ে আসে এবং জনগণের সেবায় পাশে এসে দাড়ায়। তাই স্কাউটের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে আমাদের দেশকে শৃঙ্খল ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তুলতে হবে’। উপজেলা পর্যায় থেকে এ কার্যক্রম জেলা পর্যায় হয়ে জাতীয় পর্যায়ে যাবার মাধ্যমে এ কার্যক্রম চলমান থাকবে বলে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে।