বিজয় বার্তা ২৪ ডট কম
অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কারখানা চালানোর অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিন কারখানা মালিককে রোববার তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল রিমন জানান, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কারখানা পরিচালনা করছে।
রোববার অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ললাটি এলাকার এসএস ক্যামিকেল কয়েল কারখানা মালিক আশরাফুল ইসলামকে এক লাখ টাকা, সাফা ক্যামিকেল কয়েল কারখানা মালিক রিয়াজ উদ্দিনকে এক লাখ টাকা এবং কলতাপাড়া এলাকার খন্দকার ফ্যান ইন্ডাষ্ট্রিজ মালিক নেছার আহাম্মেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।