বিজয়বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী সন্ত্রাসী খুনী জাকির প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী ফের ছিনতাই চুরি, মারমারি, ভুমি দখল, খুনসহ নানা আপরাধ কর্মকান্ডের আতংকে দিনাতিপাত করছে। পশ্চিম কান্দারগায়ের মৃত মোন্তাজউদ্দিনের ছেলে এক সময়ের পলিথিন বিক্রেতা টোকাই জাকির হোসেন বর্তমানে ভূমিদস্যু, জলদস্যু শীর্ষ সন্ত্রাসী হিসাবে এরাকায় পরিচিত। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় ওয়ারেন্ট থাকা সত্যেও পুলিশ তাকে গ্রেফতার করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ সময় এলাকাবাসী খুনী জাকিরকে অবিলম্বে গ্রেফতার করার দাবিও জানান ।
জানা যায়, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে ২০১২ সালে বীর মুক্তিযোদ্ধা মুজাফর আলীর ছেলে ইউপি শ্রমবিষয়ক সম্পাদক রিপনকে হত্যা করে খুনি খেতাব লাভ করে। এরপর বৈদ্যেরবাজারের গোলজার খুন হয় তারই ইশারায়। ২০১৫ সালে সাধন নামে একজনকে গলা কেটে হত্যা করে জাকির। এভাবে তার অপকর্ম দিন দিন বাড়তে থাকে।
স্থানীয়রা জানায়, খুনি জাকির হোসেনের আপন চাচা জয়নাল উদ্দিন পূর্ব পাকিস্তানের পিরোজপুর ইউপি রাজাকার কমিটির সদস্য ছিলেন। তার অনুপ্রেরনা নিয়েই জাকির সন্ত্রাসী কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে। আর জয়নাল উদ্দিনের পরিচয় হল তিনি তৎকালিন পুর্বপাকিস্তানের চিপহুইপ সাহেবের ঝিয়ারী জামাই। বর্তমানে জাকির হোসেন চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো প্রকাশ্যে করে বেরাচ্ছে। তার বাড়ির পাশে মেঘনা নদীতে যতগুলো ডাকাতি হয় সবই তার নেতৃত্বে সংঘটিত হয় । তাকে জলদস্যু হিসেবে ও অনেকে চিনে।
তাই কুখ্যাত খুনি ও অসংখ্য মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি জাকির হোসেনকে ধরে আইনের আওতায় এনে বিচারের দাবী জানায় এলাকাবাসি ও সচেতন মহল।