বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামকে জবাই করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহত ইমামের বড় ভাই মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গত বুধবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া বাইতুল জালাল জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামকে তার শয়ন কক্ষে ঢুকে জবাই করে হত্যা করে দৃবৃর্ত্তরা। দিদারুল ইসলাম নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের আফতাব ফরাজীর ছেলে। সে গত ২৭ দিন আগে এ মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ইমাম দিদারুল হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই ইমামের বড় ভাই মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, হত্যার ঘটনাটি তদন্ত করে আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি দল কাজ করছে।