বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লেদামদী গ্রামে বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ওই পরিবার দাবি করেছেন। এ বিষয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের টেমদী গ্রামের এছাহাক মিয়ার বিরুদ্বে হত্যা মামলা দায়ের করায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এছহাক মিয়া, তার ভাই হারুন মিয়া, জাকির হোসেন, মাসুম মিয়া, কবির হোসেন, মোমেন মিয়া, আবু হোসেন, হানিফ মিয়া, মিলন মিয়া, জাফর হোসেন, আলমগীর মিয়া, মজিবুর রহমান, রমজান হোসেন, আনন্দ বাজার এলাকার ভাড়াটে সন্ত্রাসী ইলিয়াস মিয়া, আমজাদ হোসেন, মুছাচর এলাকার গিয়াস উদ্দিন ও আমিজ উদ্দিনের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ও কয়েকটি বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে লেদামদী গ্রামের ব্যবসায়ী শফিউল্লার বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুনে ধান, চাল, নগদ টাকা, স্বর্ণলংকার ও অনন্য মালামাল সহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়। এবিষয়ে গতকাল দুপুরে ব্যবসায়ী শফিউল্লা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হত্যা মামলার বাদী নিহতের চাচাত ভাই তাহাসিন মিয়া বলেন, আমার ভাই মাহবুব হোসেন হত্যা মামলা করায় আসামীরা গতকাল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার জেঠা শফিউল্লার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ইতিপূর্বে হত্যা মামলার আসামী এছাহাকের নেতৃত্বে আমার আত্বীয় হালিম মিয়া, মামুন মিয়া ও নিহত মাহবুব মিয়া বাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে এছাহাক মিয়া জানান, এ ঘটনার সঙ্গে তিনি তার লোকজন জড়িত নন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।