নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি’র ছোটভাই টিপু (৩৫)’র রহস্যজনক মৃত্যু নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। টিপুর ভাই-বোনদের সকলেই টিপু’র মৃত্যুকে স্বাভাবিক অর্থাৎ ষ্ট্রোকে হয়েছে বললেও তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে বিষক্রিয়া সেবনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নিহত টিপু’র স্ত্রী প্রীতি জানান,টিপুর সঙ্গে তার ভাইদের দীর্ঘ দিন ধরে তাদের উদ্ববগঞ্জের মায়ের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি বিদেশ থাকাকালে ভাই আনোয়ার হোসেন,মনির হোসেন ও পারভেজ টিপুকে মৃত দেখিয়ে তার অংশের সম্পত্তি লিখে নেয়। পরে দেশে ফিরে বিষয়টি জানতে পেরে টিপুর সঙ্গে তাদের ফের বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার টিপুকে মারপিটও করে তারা। ভাইদের অত্যাচারে প্রেক্ষিত্রে টিপু’র স্ত্রী প্রীতি দু’সন্তানকে নিয়ে ২১ দিন ধরে বাপের বাড়ি শেরপুরে বেড়াতে যায়। গত ২দিনে স্বামীকে মোবাইল ফোনে না পেয়ে বড় বোনের ছেলে বাবুকে ফোন দিলে সে জানায় টিপু সিলেটে বেড়াতে গেছে। বিষয়টি শুনে প্রীতির সন্দেহ হয়। পরে সে টিপুর প্রতিবেশী উত্তমকে ফোন দিলে উত্তম টিপুর কক্ষে গিয়ে অবস্থা গুরুতর দেখে ডাক চিৎকার করে। এ সময় ভাগিনা বাবু দ্রুত টিপুর কক্ষে ছুটে এসে তাকে ধরাধরি করে প্রথমে স্থানীয় ক্লিনিকে পরে ঢাকা হৃদরোগ ইনষ্টিটিউটে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টিপুর স্ত্রী সন্তানরা দ্রুত শেরপুর থেকে এলাকায় ফিরে এলেও টিপুর ভাই-বোন নিজেদের ইচ্ছায় তার লাশ দাফন করে ফেলে। সে আরো জানায়,টিপুকে কৌশলে হত্যা করা হয়েছে। প্রতিবেশীরা জানায়,কিছুদিন পূর্বেও সম্পত্তি বিক্রির টাকা চাওয়ায় বড় ভাই পারভেজ টিপুকে বেদম প্রহার করে। তার মৃত্যু কোনমতেই স্বাভাবিক হতে পারেনা। বিষয়টি তদন্ত সাপেক্ষ আশু ব্যবস্থা নেয়া উচিত।