বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁও উপজেলাধীন সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া (নন্দীপুর) গ্রামে শিশুদের মারবেল খেলার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬জন গুরুতর আহত এবং স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আর এ ঘটনায় সোনারগাঁও থানায় মনোয়ারা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার নং ১৩৬০, তারিখ ০৫/০৬/১৭ইং। ভূক্তভোগীদের সাথে কথা বলে ও থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া (নন্দীপুর) গ্রামে বাদীর পাশের বাড়ির ফরমান আলীর ছেলে অপু (১৮) বাদীর ছোট ভাই ইয়াকুবের ছেলে ইমন (১৮) কে প্রতিদিন মারবেল খেলার জন্য ডেকে নিয়ে যায়, এজন্য ইয়াকুব অপুকে নিষেধ করে এবং সে না মানলে বিষয়টি সোমবার দুপুর ১ঃ০০ ঘটিকায় তার বাবা ফরমান আলী ও মা সুফিয়া বেগমকে জানানো হলে এ নিয়ে তর্ক-বিতর্ক ও বিরোধের সৃষ্টি হয় এবং বিবাদী ই¯্রাফিল (৪০) পিতাঃ মৃত লেহাজ উদ্দিন, ফরমান আলী (৫০) পিতাঃ ইউসুফ আলী, সুফিয়া বেগম (৪০) স্বামীঃ ফরমান আলী, রাহেলা (৩৫) স্বামী ই¯্রাফিল, ফজর আলী (২০) ও অপু (১৮) সর্বপিতাঃ ফরমান আলী, নাছিমা (২৫) স্বামীঃ মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী (৩০) পিতাঃ অজ্ঞাত, সর্বসাং নন্দীপুর ক্ষিপ্ত হয়ে প্রথমে বাদীর ভাই ইয়াকুবের উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে মারধর করতে থাকলে বাদী ও তার আত্মীয়স্বজন এগিয়ে গেলে বাদী মনোয়ারা বেগম (৫০), বাদীর মেয়ে মাহমুদা, মানছুরা, মেয়ের জামাই মনিরুল ও মোঃ আলী’র উপরও বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে আহত করে এবং মেয়েদের গলায় থাকা ৩০ হাজার টাকা মূল্যমানের ২টি স্বর্ণের চেইন ৭নং বিবাদী নাছিমা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহতদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বিবাদীগণ ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে জানা যায়। তাছাড়া একই দিনে দুপুর ১ঃ৩০ ঘটিকায় বাদী মনোয়ারা তার নাতি মাহবুব ও নাতনী লামিয়াকে নিয়ে শয়ন কক্ষে বিশ্রাম করার সময় বাদীকে প্রানে মারার জন্য বিবাদীরা পানিতে গুড়া মরিচ মিশিয়ে জানালা দিয়ে নিক্ষেপ করে। যা শরীরে পড়ে বৃদ্ধা মনোয়ারা ও তার নাতি এবং নাতনী মারাত্মকভাবে আহত হয় বলে গণমাধ্যকে জানানো হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ শাহ মঞ্জুর কাদেরের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।