নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পৃথক ভাবে অভিযান চালিয়ে মোসাঃ নিলুফার বেগম(২৫) ও শামীম মিয়া (২৮) নামে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে। এসময় ৪৬পিছ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে। গতকাল বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ছোনপাড়া দক্ষিন পরমেশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে মোশারফের স্ত্রী মোসাঃ নিলুফার বেগমকে ৩০পিস ইয়াবা ও শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় টহলরত অবস্থায় মুন্সিগঞ্জ জেলার জুলহাস মিয়ার ছেলে শামীম মিয়াকে দেহ তল্ল্যাসী করে তার পকেট থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করে।