নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জাহিদ হাসান জিন্নার সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে মোখলেস নামে ভাঙচুর মামলার এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এসময় তাদের হামলায় এসআই এলাহী, কনস্টেবল আকরাম, আরিফ, অলিউল্লাহ ও হায়াত আলীসহ ৭ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮/১০ রাউন্ড গুলিবর্ষণ করে।
এ ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। এই সংক্রান্তে পৃথক পৃথক দুইটি মামলা থানায় দায়ের করা হয়েছে।