বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদি দেলপাড়া গ্রামে পুলিশের উপর হামলা, আসামি ছিনতাই, কর্তব্য কাজে বাঁধা দেওয়ার ও আহত করার ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমাম আহাদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমাম আহাদ ও কনস্টেবল শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স রনি মিয়া সাদা পোশাকে সাদিপুর ইউনিয়নের কাজহরদি দেলপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ৮কেজি গাঁজাসহ বাবুলকে গ্রেফতার করে। এসময় বাবুলকে ছাড়িয়ে নিতে তার পরিবারের লোকজন সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ৯নং ওয়াডের্র সদস্য (ইউপি মেম্বার) আশরাফ আলী ও স্থানীয় সামাদ মিয়াসহ আরো কয়েকজন ঘটনাস্থলে গেলে তারাও ধাক্কা খেয়ে পড়ে গিয়ে রক্তাক্ত আহত হয়। এতে করে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। এসময় এলাকাবাসী এএসআই ইমাম আহাদ, কনস্টেবল শফিকুল ইসলাম ও সোর্স রনি মিয়াকে গণধোলাই দিয়ে একটি ঘরে দুই ঘন্টা অবরুদ্ধ করে রেখে এএসআই এর সঙ্গে থাকা অস্ত্র লুটে নেয়। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী, সামাদ মিয়া, রাসেল, বাতেন, কবিরসহ ১০জন আহত হয়। এ ঘটনায় এএসআই ইমাম আহাদ বাদী হয়ে মাদক ব্যাবসায়ী বাবুল মিয়া ও তার এক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা ও পুলিশের কর্তব্য কাজে বাঁধা, আসামী ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনায় ২৫জন আসামীর নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা ২৫-৩০জনের নামে অপর একটি মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নায়েব হোসেন নাবু ও সাদেক মিয়া নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, পুলিশের কর্তব্য কাজে বাঁধা, আসামী ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনা ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হবে।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা বলেন, পুলিশ বাদী মামলায় যাতে কোন নিরীহ লোকদের হয়রানী করা না হয় সে জন্য প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।