নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামে সোমবার বিকালে দুটি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা গ্রামে হান্নান মাতাব্বরের সাথে একই এলাকার সিরাজ মিয়ার দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বিকালে সিরাজ মিয়া, রুহুল আমিন, কবির হোসেন, আলমগীর মিয়া ও আওলাদ হোসেন হান্নান মাতাব্বরের দুটি বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
হান্নান মাতাব্বর জানান, পূর্ব শত্রুতার জের ধরে হারুন মিয়া ও ইমাম হোসেনের নির্দেশে সিরাজ মিয়া ও রুহুল আমিন আমার দুটি বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে কমপক্ষে আমার পাচঁ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। এদিকে সিরাজ মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হারুনুর রশিদ জানান, ঘরে বসত ঘরে আগুন দেয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।