বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে এক ছেলে ও দুই মেয়ে সহ তিন সন্তানের জন্ম দিয়েছেন সানজিদা ইসলাম ইলা নামে এক নারী।
সোমবার বিকেল ৪ টায় সোনারগাঁ উপজেলার মোগড়া চৌরাস্তা এলাকার সেবা জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকার এক সাথে ৩ সন্তান প্রসবদানকারী সানজিদা মাহবুবুল আলমের
স্ত্রী। তার স্বামী বর্তমানে স্থানীয় হাসপাতালে ডাক্তারী পেশায় নিয়োজিত রয়েছেন।
এসময় ডা. মাহবুবুল আলম বাবু জানান, আমার স্ত্রী ও নবজাতক তিন সন্তান সুস্থ্য ও ভালো আছে। আপনারা আমার স্ত্রী ও ৩ সন্তানের জন্য দোয়া করবেন।যাতে তারা সুস্থ্য ও ভালো থাকে।
ডাঃ ফৌজিয়া জামান ও ডাঃ লাভনী আক্তার জানান, টানা কয়েক ঘন্টা চেষ্টায় সফল অস্ত্রপচারের মাধ্যমে তিনটি সন্তান প্রসব করা হয়েছে। মা ও শিশুরা সুস্থ্য রয়েছে।