বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে সিএনজির সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে এক সিএনজি ড্রাইভারের লাথির আঘাতে আল আমিন নামের অপর এক সিএনজি ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাস স্ট্যান্ডে আহসান উল্যাহ সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক সাগরের ছোট ভাই রাজনকে আটক করেছে। সোনারগাঁও থানার এসআই নাজমুল আলম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাসষ্ট্যান্ড এলাকায় সিএনজি সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে আল আমিন ও সাগর মিয়ার মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে সিএনজি চালক সাগর মিয়া আল আমিনের অন্ডকোষে লাথি দেয়। লাথির আঘাতে সিএনজি চালক আল আমিন মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং ঘাতক সাগর পালিয়ে যায়। নিহত সিএনজি চালক আল আমিন মহজমপুর উত্তর পশ্চিম পাড়ার আলী হোসেনের ছেলে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সোনারগাঁও থানায় এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।