বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে ঢাকামুখী মাইক্রোবাসে ডাকাতের হামলায় জাহিদুর রহমান শাহীন (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৩ টায় মেঘনা টোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুর রহমানের বাড়ি টাঙ্গাইলের ভোলাপুরে। সে এক সেনা সদস্যের আপন ভাই বলে জানা গেছে।
আহতরা হলেন, সবুজ, অনিক ও রহিম মিয়া। আহতদের মধ্যে রহিম মিয়া ঢাকা মেডিক্যালে রয়েছেন।
আহত রহিম মিয়া জানান, রাতে মাইক্রোবাসযোগে ঢাকা ফেরার সময় মেঘনা টোলপ্লাজার সামনে একদল ডাকাত মাইক্রোবাসে হামলা চালায়। এ সময় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে জাহিদুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা যান।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এসএম ওবায়েদুল হক জানান, আমরা খবর পেয়েছি লাশ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমাদের একজন উপ পরিদর্শক যাচ্ছেন সেখানে।