বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে বারদী স্কুল এন্ড কলেজে জে,এস,সি পরীক্ষা চলাকালীন সময় অপেক্ষারত বহিরাগতদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে অপেক্ষাকৃত দর্শনার্থীদের মধ্যে মহজমপুর এলাকার খোরশেদের সাথে স্থানীয় আবুল কাশেমের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাশেম খোরশেদকে চর থাপ্পর মারতে থাকলে বহিরাগত রিপন এর প্রতিবাদ জানায়। পরে রিপনকেও মারধর শুরু করে। ক্ষান্ত না হয়ে আবুল কাশেম তার লোকজনদের খবর দিলে ফয়সাল, জিয়া, রিয়াজ সহ আরো কয়েকজন লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনা শুনে বারদী স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির ভাইস চেয়ারম্যান সাঈদ সরকার বাধা দিলে তার উপরও চড়াও হয় কাশেম বাহিনীরা। পরিস্থিতি ব্যাপক আকার ধারন করলে স্থানীয় ইউ.পি সদস্য দাইয়ান সরকার পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এই ঘটনায় বারদী স্কুল এন্ড কলেজের গর্ভনিং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। গর্ভনিং বডি ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে বাকি পরীক্ষাগুলোর জন্য নিরপত্তা জোরদার করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।