বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশ্চিম কান্দাগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। সকালে পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামে এঘটনা ঘটে। নিহতের নাম মোসলেহ উদ্দিন সে মৃত পিয়ার আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই খলিল মিয়া পলাতক রয়েছে। নিহতের স্ত্রী জেসমিন আক্তার জানান, বাড়ির পাশে একটি ডোবা ভরাটকে কেন্দ্র করে সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে মোসলেহ উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় খলিল। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মারা যায় সে।
সোনারগাঁও থানার (ওসি) মঞ্জুর কাদের জানান, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।