বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় একজনকে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে।
গতকাল বুধবার সকালে স্বাক্ষিদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলম এ রায়ের ঘোষণা দেন। এ রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো না।
সাজাপ্রাপ্ত আসামি হলো- উপজেলার নয়াপাড়া এলাকার লিটন আহাম্মেদ এর ছেলে রাব্বি (১৮)।
জানা যায় যে, ২০১২ সালের ১০ জুন বেলা দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কাচঁপুর মহাসড়ক এর উপর থেকে অবৈধভাবে মাদক বিক্রি করাকালীণ সময়ে রাব্বিকে গ্রেফতার করে পুলিশ। সে সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে।
এবিষয়ে বেঞ্চ সহকারী জাকির হোসাইন বলেন, স্বাক্ষিদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের সশ্রম দেওয়া হয়েছে।