বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার সকালে সোনারগাঁয়ের চেঙ্গাইনস্থ না’গঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মূল কার্যালয়ের সম্মুখে অনিয়মতন্ত্রিকভাবে কর্মচারী ছাটাইয়ের প্রতিবাদে, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের চাকুরীতে পুনঃবহালের দাবী ও ৭ দফা বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার/ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে উক্ত পল্লী বিদ্যুৎ সমিতির শত শত মিটার রিডার/ম্যাসেঞ্জাররা এবং কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শেষে তারা যথাযথ কর্তৃপক্ষের নিকট উল্লেখিত দাবীগুলো বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেছে। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন কালে ভূক্তভোগী মিটার রিডার/ম্যাসেঞ্জাররা উপস্থিত সাংবাদিকদের জানান ‘পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ও কিছু অসাধূ কর্মকর্তার অনৈতিক সিদ্ধান্তে প্রায় ১৫ হাজার মিটার রিডার/ম্যাসেঞ্জারকে চাকুরিচ্যুত করা হয়েছে। ২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের সরকারি ঘোষণার মোতাবেক সারা দেশে মিটার রিডার/ম্যাসেঞ্জারের পদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। সমিতিতে কতিপয় অসাধূ ব্যক্তিরা তাদের স্বার্থ হাসিল করতে মিটার রিডার/ম্যাসেঞ্জারদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিয়ে চাকুরিচ্যুত করে যাচ্ছে। চুক্তিভিত্তিক নিয়েগ ৯ বছরের নিয়ম করা হয়েছে এবং ৯ বছরের অভিজ্ঞতার আলোকে অন্য সমিতিতে আবেদন করে ৫৫ বছর চাকুরির নিয়ম থাকলেও, নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় অন্য সমিতিতে নিয়োগ লাভের সুযোগ নেই এবং ৯ বছরের কথা থাকলেও তা নবায়ন না করায় বর্তমানে এ পদের কর্মচারীদের চাকুরিচ্যুত করা হচ্ছে, যা ১৫ হাজার মিটার রিডার/ম্যাসেঞ্জারকে চাকুরিচ্যুত করার পায়তারা ও ষড়যন্ত্র বলে আমরা মনে করি’। তাই তাদের জীবনমানের কথা ও পরিবারের সদস্যদের ভরণপোষনের কথা মাথায় রেখে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের চাকুরীতে পুনঃবহালের দাবীতে শান্তিপূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে উক্ত সমিতির আওতাধীন মিটার রিডার/ম্যাসেঞ্জাররা।