নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সোনারগাঁঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবার এসএসসি ও দাখিল পরিক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৯ শত ৯৫ জন পরিক্ষার্থী। পরিক্ষার সোমবার প্রথম দিনে ১৬ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল।
সোনারগাঁ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবু তালেব জানান, সোনারগাঁয়ে ২৭ টি স্কুল ও ১০ টি মাদ্রাসার ৪ হাজার ৯ শত ৯৫ জন পরিক্ষার্থী রয়েছে। এর মধ্যে এসএসসিতে ৪ হাজার ৬৬১ ও দাখিলে ৩৩৪ জন। ৫টি কেন্দ্র ও ২টি অতিরিক্ত ভেন্যুতে পরিক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ১৬ জন। তার মধ্যে এসএসসিতে ১৪ ও দাখিলে ২ জন। পরীক্ষা সুষ্ঠ হচ্ছে কিনা তা দেখার জন্য কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞা।
অপরদিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পরিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।