বিজয় বার্তা ২৪ ডট কম
৩য় ধাপের নির্বাচন শেষে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী হুমায়ন কবির জয় লাভ করেছেন। তিনি ১৯৭০ ভোটে লাঙ্গলের প্রার্থী আশরাফুল আলম মাকসুদকে পরাজিত করে জয়ী হয়েছেন। এদিকে ভোট গননা শেষে শম্ভুপুরায় লাঙ্গল প্রতীকের প্রার্থী আ: রউফ চেয়ারম্যান নির্বাচন হয়েছেন। এছাড়া সাদিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকে প্রার্থী আ: রশিদ মোল্লা নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন। অপরদিকে নোয়াগাঁও ইউনিয়নে সামসুল হক সামসু নির্বাচিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে মনোনয়নপত্র জমার শেষ দিনে পিরোজপুর, কাঁচপুর, বারদী ও সনমান্দি কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইঞ্জিনিয়ার মাসুম, মোশারফ ওমর, লায়ন বাবুল ও জাহিদ হাসান জিন্নাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে, সরকারী ভাবে কাউকে বিজয়ী ঘোষনা করা হয়নি।
৮টি ইউনিয়নে ১১৬ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৯ এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮৯ জন প্রার্থী।