নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আরমান (৩৭) হত্যা মামলার আসামী এস কে সজিব ওরফে নাজমুর রহমান সজিবকে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, পিপিএম এর নেতৃতে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকা থেকে এই দূর্ধর্ষ খুনি সজিবকে র্যাব সদস্যরা গ্রেফতার করে প্রথমে আদমজী র্যাব ক্যাম্পে নিয়ে যায়। পরে বুধবার সকালে তাকে সোনারগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে আরমান হত্যা মামলা তদন্তকারি কর্মকর্তা সোনারগাঁও থানার এসআই আব্দুল হক শিকদার খুনি সজিবকে ওই হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। খুনি এস কে সজিব ওরফে নাজমুর রহমান সজিব উপজেলার বাড়িচিনিশ গ্রামের মৃত চঁাঁন মিয়ার ছেলে।
উল্লেখ গত ২০১৫ সালের ১১ নভেম্বর বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়িচিনিশ এলাকার আফিয়া সিএনজি পাম্পের সামনে প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও দু”পায়ের রগ কেটে হত্যা করে আরমানকে। নিহত আরমান উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে।