বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গত (১৭ই আগস্ট ) কলেজ রোডে এলাকায় রয়েল হাসপাতালে নিজের আত্মীয়কে দেখতে গেলে পারিবারিক শত্রুতার জেরে বিল্লাল হোসেন, হৃদয় প্রধান, অনিক প্রধান এসকে সজিবের নেতৃত্বে কয়েক মিলে মাছ ব্যবসায়ী শামীম আহমেদ ও জিলানীকে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করলে মাথা ও পেটে গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে নিয়ে যায়।
পরে দুইদিন পর ১৯ আগস্ট জিলানী বাদী হয়ে বিল্লাল হোসেনকে প্রধান আসামী করে ছয়জনের নাম উল্লেখ করে কোর্টে মামলা করলে। আদালতের নির্দেশে সোনারগাওয়ের হাবিবপুর এলাকার দুলাল মিয়ার ছেলে ২ নং আসামী হৃদয় প্রধান ও ৪ নং আসামি অনেক প্রধানকে সোনারগাঁও ১২ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হলে।
দুই ভাই গ্রেফতারের বিষয়টি সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম নিশ্চিত করে বলেন গতকাল রাতে হৃদয় ও অনেক প্রধানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।