বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রসাসহ একচল্লিশ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ নেন। সোনারগাঁও সরকারি কলেজ, সোনারগাঁও জি.আর. ইনষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ, সোনারগাঁও কাজী ফজুলল হক উইমেন্স বিশ্ববিদ্যালয়, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজসহ ৫টি কলেজ, মোগরাপাড়া হাইস্কুল, জামপুর মাঝের চর উচ্চ বিদ্যালয়, সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়, মহজমপুর উচ্চ বিদ্যালয়সহ ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও তাহেরপুর হাজী লাল মিয়া মাদ্রাসাসহ ১০টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিবাবকরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।